বটিয়াঘাটা প্রতিনিধিঃ বটিয়াঘাটা সাব-রেজিষ্ট্রী অফিসের আয়োজনে ও নিবন্ধন অধিদপ্তরের নির্দেশে সনদপত্র দলিল, দলিল লেখকদের পেশাগত দক্ষতা, শুদ্ধচার, নাগরিক সেবার মান উন্নয়ন ও উপযোগীতা বৃদ্ধির লক্ষ্যে অভ্যন্তরীন প্রশিক্ষণ কর্মশালা- ২০২২ গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টায় অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সাব- রেজিষ্ট্রার মোঃ মোহায়মেনুর রহমানের সভাপতিত্বে স্থানীয় উপজেলা পরিষদ অডিটরিয়ম কক্ষে অনুষ্ঠিত হয় । কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা রেজিস্ট্রার ( বিয়ার) দীপক কুমার সরকার । বিশেষ অতিথি ছিলেন ডুমুরিয়া সাব-রেজিষ্ট্রার মোঃ শাহিদুর রহমান । কর্মশালায় বটিয়াঘাটা সাব-রেজিষ্ট্রী অফিসের দলিল লেখক সমিতির ৮৪ জন দলিল লেখকদের প্রশিক্ষণ দেয়া হয় ।