বটিয়াঘাটায় দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে নৌকার মাঝি হলেন যারা

প্রকাশঃ ২০২১-১০-১০ - ১৮:২৭

বটিয়াঘাটা প্রতিনিধি : নির্বাচন কমিশন ঘোষিত দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে আগামী ১১ নভেম্বর ভোট গ্রহণের দিনকে সামনে রেখে বটিয়াঘাটা উপজেলার ৩ টি ইউনিয়নে নৌকার মাঝি হিসেবে মনোনয়ন পেয়েছেন ২নং বটিয়াঘাটা সদর ইউনিয়নে জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপির তনয় উপজেলা আ’লীগের সদস্য ও আইসিটি সহকারী শিক্ষক পল্লব বিশ্বাস রিটু। ৪নং সুরখালী ইউনিয়ন পরিষদে মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ জাকির হোসেন লিটু। ভান্ডারকোট ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ । খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে আ’লীগের পক্ষ থেকে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয় । অন্যদিকে উপজেলার ৭ ইউপির মধ্যে গত ২০ সেপ্টেম্বর প্রথম ধাপে ৩টি ইউনিয়নে গঙ্গারামপুর, বালিয়াডাঙ্গা ও আমীরপুরে ভোট গ্রহণ সম্পন্ন হয় । বাকি ৪টির মধ্যে দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর ৩ টি ইউনিয়নে ভোট গ্রহণ হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন । এ উপজেলার ৭ ইউনিয়নের মধ্যে একমাত্র জলমা ইউনিয়নে আইনি জটিলতার কারণে দ্বিতীয় ধাপে নির্বাচন হচ্ছে না বলে জানা গেছে। এ উপজেলায় আ’লীগের প্রার্থী চুড়ান্ত হওয়ায় নেতা কর্মীদের মধ্যে নতুন ইমেজ তৈরি হয়েছে । পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যে ও নির্বাচনের হাওয়া পুরো দমে বইতে শুরু করেছে । অপরদিকে অন্যান্য দল ও স্বতন্ত্র চেয়ারম্যান পদের প্রার্থী এবং ইউপি সদস্য প্রার্থীরা আগামী ১৭ অক্টোবর মনোনয়ন পত্র জমা দানের শেষ তারিখকে সামনে রেখে ইতিমধ্যে অনেকেই নির্বাচন অফিস থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছে । প্রথম ধাপে স্থানীয় আ’লীগের দলীয় কোন্দলের কারণে ৩ ইউনিয়নের মধ্যে ১ টিতে নৌকার প্রার্থী জয়ী হয় । দ্বিতীয় ধাপের নির্বাচনে আ’লীগের পক্ষ ৩ ইউনিয়নে জয লাভ করে সাধারণ ভোটাররা সেই প্রত্যাশা করছেন । সব মিলিয়ে এ উপজেলার ৩ টি ইউনিয়নে চায়ের দোকান সহ সর্বত্র ইউপি নির্বাচনের হাওয়া পুরো দমে বইতে শুরু করেছে ।