বটিয়াঘাটায় ভূমি দস্যুদের দৌরাত্ম্যে ভূমি মালিকরা দিশেহারা

প্রকাশঃ ২০২১-০৭-০৮ - ১৮:৩৪

ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা (খুলনা) : ভূমি দস্যুদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে জেলার বটিয়াঘাটার জলমা ইউনিয়নের জন জীবন । খুলনা বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এই ইউনিয়নে অবস্থিত । খানজাহান আলী সেতু (রূপসা ব্রীজ) উদ্ধোধন হবার পর থেকে এ ইউনিয়নের গুরুত্ব শিল্পপতি, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা ও ভূমি দস্যুদের কাছে বহুলাংশে বৃদ্ধি পেয়েছে । সম্প্রতি জলমা ইউনিয়নের উপর দিয়ে রেললাইনের যাওয়ায় এ ইউনিয়নের জমির মূল্য রাতরাতি আকাশ চুম্বী হয়ে গেছে, মা নিতান্ত নিন্ম মধ্যবিত্ত্বদের কাছে আলাদীনের আশ্চর্য প্রদীপের সামিল । শহর সংলগ্ন ইউনিয়ন হলেও কৃষিকাজই এখানকার মানুষের প্রধান জীবন জীবিকা । আর এই জীবন জীবিকার ক্ষেত্র হিসেবে চাষাবাদের জমিতে শিল্পপতি,ব্যবসায়ী, রাজনৈতিক নেতা ও ভূমিদস্যুদের শ্যেন দৃষ্টি এখনকার মানুষের নিশ্চিত ভবিষ্যত অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে । আর সেই সুযোগ টাকে কাজে লাগিয়ে এক শ্রেণীর ভূমিদস্যু ক্ষমতাসীন দলের নেতার ছত্র ছায়ায় থাকা জামায়াতে-বিএনপির ভূমি সন্ত্রাসী,ভূমি অফিসের অসাধু কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় নিরিহ মানুষের জমিতে মসজিদ,কবর স্থান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সাইনবোর্ড লাগিয়ে দখল করে নিচ্ছে । এতে করে ধর্মীয় সংখ্যালঘু সহ সকল সম্প্রদায়ের সাধারণ অসহায় মানুষ তাদের সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে । ভূক্তভোগী সাধারণ অসহায় মানুষ প্রতিবাদ করতে গেলে নেমে আসে নানা ধরনের অত্যাচারের খড়গ ও‌ মিথ্যা মামলা হামলা ইত্যাদি । সম্প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও একটি বেসরকারি মানবাধিকার সংস্থার চেয়ারম্যান মোঃ মোস্তফা বিলালের মালিকানাধীন জলমা ইউনিয়নের রাঙ্গেমারী মৌজাস্ত রেকর্ডীয় জমি স্থানীয় তেঁতুলতলা শান্তিনগর এলাকার জামায়াত বিএনপির চিহ্নিত ভূমিদস্যু ও অবৈধ দখলবাজ‌ জৈনক মোঃ নূরুল ইসলাম ও তার বাহিনী বৈধ কোন কাগজ পত্র না থাকা সত্ত্বেও মসজিদের সাইনবোর্ড লাগিয়ে দখল করার পাঁয়তারা করছে । এব্যাপারে ভূক্তভোগী প্রতিকার চেয়ে স্থানীয় বটিয়াঘাটা থানাতে প্রথমে অভিযোগ করলেও থানা পুলিশ ভূমিদস্যুদের কালো টাকার কাছে জিম্মি হয়ে পড়েছে । ফলে তার নির্মাণাধীন ভেঙ্গে ফেলে হাজার হাজার টাকার
ক্ষতি করে চলেছে । তিনি তার জীবন ও জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে থানায় জিডি দায়ের করেছেন । যার জিডি নং ১১৪৮তাং ২৯/৬/২০২১ । এব্যাপারে ভূক্তভোগী সুপ্রিম কোর্টের আইনজীবী প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ।