বটিয়াঘাটা প্রতিনিধি : “নো মাস্ক নো এন্ট্রি,” “নো মাস্ক নো সার্ভিস” এই শ্লোগান বাস্তবায়নে বটিয়াঘাটা উপজেলা প্রশাসন দ্বিতীয় ধাপে করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় প্রতিদিন বিভিন্ন বাজার ও জনগুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যহত রেখে চলেছেন। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ হেলাল হোসেন এর নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম গত বুধবার সন্ধ্যা ছয়টায় গল্লামারী, কৈয়া বাজার, জিরো পয়েন্ট, সাচিবুনিয়া চৌরাস্তা সহ বিভিন্ন এলাকায় ১০টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১০ জনের কাছ থেকে ৮ হাজার ৭ শত টাকা জরিমানা আদায় করেন । এসময় আদালত পরিচালনা কালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য লবনচরা থানা পুলিশের অফিসার ইনচার্জ সমীর কুমার সরকার, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এস,এমন,এ ভূট্টো সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন ।