ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা : বটিয়াঘাটায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার চেক বিতরণ অনুষ্ঠান শনিবার বেলা ১১ টায় স্থানীয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন খুলনা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহের হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি নান্টু রায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি তপন হাওলাদার, ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট উপজেলা শাখার সভাপতি ইন্দ্রজিৎ টিকাদার । সুদীপ্ত সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক বিজয় কৃষ্ণ রায়,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিনয় মন্ডল, বীরমুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র কুন্ডু,সুজয় কান্তি মন্ডল, প্রাক্তন চেয়ারম্যান শিবপদ মন্ডল ,প্রান্তিক কৃষক গোপাল মন্ডল, দুলাল চন্দ্র সরকার, আনন্দ সরকার, ঠাকুর গাঙ্গুলী, সুখদেব রায়,সমারেশ বিশ্বাস সহ উপজেলার ৯৭ টি দুর্গা মন্দিরের সম্প্রতি শেষ হয়ে যাওয়া পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ । অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ সকল মন্দিরে প্রধানমন্ত্রীর উপহার অনুদানের চেক মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তুলে দেন ।