বটিয়াঘাটা প্রতিনিধিঃ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বটিয়াঘাটায় নবাগত সাব—রেজিষ্টার মোঃ মোহায়মেনুল রহমান যোগদান করেছেন। জেলার সর্বচ্চ রাজস্ব আদায়ের একমাত্র প্রতিষ্ঠান বটিয়াঘাটা সাব রেজিষ্ট্রি অফিসে গত ২০ মার্চ বরিবার সাব—রেজিষ্ট্রার বিজয় কৃষ্ণ বসু অন্যত্র বদলী জনিত কারনে পদটি শুন্য হয়। তার পর থেকে দীর্ঘ ১০ দিন যাবৎ উক্ত প্রতিষ্ঠানে অন্য কোন সাব—রেজিষ্ট্রার যোগদান না করায় সাধারন জমির ক্রেতা—বিক্রেতা একদিকে যেমন বিরম্বনার মধ্যে পড়ছিল, অন্যদিকে সরকারও কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছিল। কতৃর্পক্ষ গুরুত্বের কাথা বিবেচনা করে গতকাল জেলার ফুলতলা উপজেলা সাব—রেজিষ্ট্রার মোঃ মোহায়মেনুল রহমানকে অতিরিক্ত দায়িত্ব হিসাবে দায়িত্ব অর্পণ করেছেন বলে জানিয়েছে উপজেলা সাব—রেজিষ্ট্রি অফিস। তিনি গতকাল যোগদান করে এজলাসে বসে অত্র অফিসে কর্মরত দলিল লেখক সমিতি’র সদস্যদের সাথে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। এ ব্যাপারে সাব—রেজিষ্ট্রার মোঃ মোহায়মেনুল রহমান এর কাছে জানতে চাইলে তিনি জানান, আমাকে কতৃর্পক্ষ অতিরিক্ত দায়িত্ব হিসেবে বটিয়াঘাটা সাব—রেজিষ্ট্রি অফিসের দায়িত্ব দিয়েছেন। আমি সকল জমির মালিক, ক্রেতা—বিক্রেতার স্বার্থ রক্ষা করে সঠিক কাগজ পত্র যাচাই—বাছাইয়ের মাধ্যমে দলিল রেজিষ্ট্রি কার্যক্রম সম্পাদন করব। তিনি এ ব্যপারে সকলের সহযোগিতা কামনা করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাওন হাওলদার, কার্যকরী সিনিয়ন সদস্য এসএমএ ভুট্টো, নিতিশ বাছাড়, সাব রেজিষ্ট্রি অফিসের পেশকার মোঃ ফারুক হোসেন, দলিল লেখক যথাক্রমে, মোঃ আমিনুর ইসলাম, আলহাজ্ব মোঃ হালিম আঁকুঞ্জী, নন্দলাল মহলদার, পরমান্দ মিস্ত্রী, অনুজ গোরদার, সহ দলিল নকল নবীস নেতা প্রসাদ প্রমূখ।