বটিয়াঘাটার জলমা-কচুবুনিয়া শশ্মানে বৃক্ষরোপণ

প্রকাশঃ ২০২২-০৭-১৫ - ২২:৩৩

বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটার জলমা-কচুবুনিয়া মহা-শশ্মানের উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ও শশ্মান কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে । শুক্রবার বিকাল ৫ টায় সারা দেশে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ” গাছ লাগান, পরিবেশ বাঁচান” বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তা বাস্তবে রূপ দিতে উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কর্মীদের শ্রমের মাধ্যমে ফলজ ও বনজ বৃক্ষ রোপন করা হয় । এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শুভ বিশ্বাস,রাজু হালদার,গোপাল রায়,উজ্জ্বল টিকাদার,পল্লী চিকিৎসক সবুজ সরকার, ফাল্গুনী গোলদার,উত্তম টিকাদার,মিন্টু হালদার, সুদীপ্ত মল্লিক, সনঞ্জীবন মিস্ত্রী,বিচারণ মল্লিক,এ্যাডভোকেট বিজন রায় চৌধুরী, রিপন রায়,সন্দিপন মিস্ত্রী,অলিপ মিস্ত্রী,বিট্টু রায়,ঘন্টু রায়,সেতু মল্লিক,লিপন মল্লিক, প্রমূখ ।