বটিয়াঘাটায় গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান

প্রকাশঃ ২০২১-০৬-২০ - ১৮:০৫

বটিয়াঘাটা প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন- গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ২ য় পর্যায় এর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক শুভ উদ্ভোধনের অংশ হিসেবে বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে সুরখালী ইউনিয়নে ভূমি ও গৃহহীনদের মাঝে জমির কাগজপত্র ও ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠান রবিবার সকাল ১০ স্থানীয় সরকারি ডিগ্রী মহাবিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় । উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোঃ সাদেকুর রহমান খান । সহকারী কমিশনার ( ভূমি) আব্দুল হাই সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যাদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, অধ্যক্ষ অমিতেষ দাস, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ জালাল । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন, প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী, সমাজ সেবা কর্মকর্তা অমিত কান্তি সমাদ্দার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এমদাদুল হক, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ হাসিবুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা দেবু টিকাদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু বকর সিদ্দিক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, দপ্তর সম্পাদক মোঃ ইমরান হোসেন, ইউপি চেয়ারম্যান যথাক্রমে বীরমুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল, হাদি উজ-জ্জামান হাদী, মোঃ গোলাম হাসান, ইসমাইল হোসেন মোল্লা বাবু, আব্দুল হাদী সরদার, ইউনিয়ন ভূমি কর্মকর্তা রেজাউল ইসলাম,সার্ভেয়ার মোঃ সাকিরুল ইসলাম, ইউপি সদস্য বক্কার সেখ সহ বিভিন্ন জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ । অনুষ্ঠান শেষে ২ য় পর্যায়ে৫৩,৩৪০ টি পরিবারের মধ্যে বটিয়াঘাটার সুরখালীতে ৩০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে অতিথিবৃন্দ কাগজপত্র ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।