বটিয়াঘাটায় পুষ্টি কমিটির এক সমন্বয় সভা

প্রকাশঃ ২০২১-০৯-০৭ - ১৭:০৪

বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা প্রশাসনের আয়োজনে উপজেলার পুষ্টি কমিটির এক সমন্বয় সভা গত সোমবার বেলা ১২ টায় স্হানীয় পরিষদ সন্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এমদাদুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিএম আলমগীর কবির, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, ইউপি চেয়ারম্যান যথাক্রমে মনোরঞ্জন মন্ডল, আলহাজ্ব আশিকুজ্জামান আশিক, শেখ হাদি উজ-জ্জামান হাদী, ইসমাইল হোসেন মোল্লা বাবু, মোঃ গোলাম হাসান, সরদার আব্দুল হাদী, জিএম মিলন গোলদার, এসআই মোঃ শিহাব,সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আমীর আলী, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি অঞ্জনা বিশ্বাস, ব্রাক সংস্থা প্রতিনিধি বুলবুল আহমেদ,ফিড্ দ্যা ফিউচার বাংলাদেশ নিউট্রিশন অ্যাক্টিভি এরিয়া স্পেলিস্ট মাইকেল ইজাদ্দার,আউটরিচ স্পেলিস্ট সেলিম আকতার, এনামুল হক প্রমূখ । অপরদিকে দুপুর ১ টায় উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির এক সভা কমিটির সভাপতি নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় । সভায় স্বাস্থ্য বিভাগের নির্দেশনা বাস্তবায়নে আগামী ৭ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ৫ দিন ব্যাপী দ্বিতীয় ডোজ করোনা ভ্যাকসিন প্রয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়।