বটিয়াঘাটা প্রতিনিধি : উপজেলার আমিরপুর ইউনিয়নের চেয়ারম্যান জি,এম মিজানুর রহমান মিলন গোলদার এলাকার উন্নয়ন কর্মকান্ডে সঠিক দায়িত্ব পালনে দেশের শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় গত শুক্রবার বিকাল ৩ টায় বাংলাদেশ সাংবাদিক ফোরামের আয়োজনে ঢাকা কেন্দ্রীয় কচিকাঁচা মিলনয়াতনে এক সংবর্ধনা প্রদান করেন। বাংলাদেশ সাংবাদিক ফোরামের চেয়ারম্যান এস এইচ শিবলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রানালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও এমপি আব্দুলমতিন খসরু। বিশেষ আলোচক ছিলেন এমপি এ্যাডঃ গ্লোরিয়া র্ঝনা, ঢাকা জেলার সাবেক জেলা প্রশাসক হাসিনা দৌলা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৯ নং ওয়ার্ড কাউন্সিলার আকাশ কুমার ভৌমিক, বাংলাদেশ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোঃ সাইফুল আল মামুন, মেজর ডাঃ হাবিবুর রহমান প্রমূখ।