শেখ আব্দুল হামিদ, বটিয়াঘাটা : খুলনার বটিয়াঘাটা উপজেলার ভান্ডারকোট, বালিয়াডাঙ্গা ও আমীরপুর ইউনিয়নে বিদ্যূতের চাহিদা পূরণে আজ শনিবার বেলা তিনটায় ১০ এমভিএ সাব স্টেশনের ভিত্তি প্রস্তর স্থাপন হলো। প্রধান অতিথি হিসেবে সাব স্টেশনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক বিরোধি দলীয় হুইপ শেখ হারুনুর রশীদ। খুলনা পল্লী বিদ্যূৎ সমিতির সচিব ফখরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় খুলনা পল্লী বিদ্যূৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার শেখ শহিদুজ্জামান, নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট নবকুমার চক্রবর্তী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা জামিল খান, আমিন বেগ, ইমরান হোসেন ইমু, দ্বীপ পান্ডে বিশ্বাস, আল আমীন, সানি রহমান, আমীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন গোলদার, বালিয়াডাঙ্গা ইউপি চেয়ারম্যান গোলাম হাসান, ভান্ডারকোট ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন বাবু, স্থানীয় আওয়ামীলীগ নেতা মো: মহিউদ্দিন, আবুল কালাম আজাদ, গোলাম মোস্তফা মুন্সীসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য খুলনার প্রাণ পুরুষ বটিয়াঘাটার কৃতি সন্তান শেখ হারুনুর রশিদের একান্ত প্রচেষ্টায় অবহেলিত এ তিন ইউনিয়নে ওয়াপদা বাঁধ, খুলনা গৌরম্ভা হাইওয়ে রোড, পল্লী বিদ্যূৎসহ বিভিন্ন উন্নয়ন সম্ভব হয়। এবার এ অঞ্চলের কৃষকদের সেচ সুবিধা প্রদান এবং ঘন ঘন লোড শেডিং এড়াতে তিনি ১০ এমভিএ সাব স্টেশনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন।