বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলার কিশালয় আর্দশ শিশু নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অবঃ প্রধান শিক্ষক রোকেয়া বেগম(৫০) আর নেই। (ইন্না…রাজেউন)। তিনি গত শনিবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সার রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্বামী, ২ কন্যা, জামাই নাতি-নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এদিকে তার মরদেহ স্কুল প্রাঙ্গনে আনলে বিদ্যালয় কর্তৃপক্ষ ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। এ সময়ে অন্যানের মধ্য উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান, ভাইস চেয়ারম্যান বুলু রায় গাঙ্গুলী, ইউ,পি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান,সহকারি শিক্ষা কর্মকর্তা তৌহিদুর রহমান নুরুন্নবী, শিক্ষক সমিতির সভাপতি সমির মন্ডল, সম্পাদক ধীমান মন্ডল,উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, প্রধান শিক্ষক পঙ্কজ মল্লিক,সহকারি শিক্ষক প্রহ্লাদ মন্ডল, আ’লীগ নেতা অনুপ গোলদার, রাসেল কবির প্রমূখ।