বটিয়াঘাটার জলমায় এজি চার্চ এ বড়দিন উদযাপিত

প্রকাশঃ ২০১৭-১২-২৫ - ১৫:০৫

বটিয়াঘাটা প্রতিনিধি: বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নে ধর্মীয় ভাবগাম্ভায্য মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে খ্রীস্টিয় সম্প্রদায়ে ঈশ্বর পুএ প্রভু যিশু খৃষ্টের জন্মদিন উপলক্ষে বড় দিন অনুষ্টান সোমবার সকাল ১০টায় স্হানীয় মল্লিকের মোড় জলমা এজি চার্চ এ নানা অনুস্ঠানের মধ্যদিয়ে বড়দিন উৎযাপিত হয়।অনুষ্ঠানের মধ্যে রয়েছে গীর্জায় মোমবাতি জ্বালিয়ে মোনকে আলোকিত করা,প্রার্থনা,আলোচনা সভা,সাংকৃতিক অনুষ্ঠান ও প্রিতি ভোজ।এছাড়া দাউনিয়াফাদ মর্লিকের মোড় লুদের রানী মা মরিয়ম গীর্জায় মোমবাতি প্রজলন ও প্রার্থনা করা হয়।এ সময় খৃস্টান সম্প্রদায়ের সাথে অনেক বিদেশী ফরেনার উপস্হিত ছিলেন।অন্য দিকে খ্রীষ্ট ধর্মাবলম্বিদের বড় অনুষ্ঠান সুন্দর ও স্বার্থকভাবে উদযাপন করার লক্ষে উপজেলা প্রসাশনের পক্ষ্য থেকে উপলেজা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী ও থানা অফিসার ইনচার্জ মো: মোজাম্মেল হক মামুন সার্বিক সহযোগিতা করেছেন।অপর দিকে খৃষ্টিয় ধর্মাবলম্বিদের ধর্মিও উৎসব বড়দিনের অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন,খুলনা ১ আসনের সাংসদ পঞ্চানন বিশ্বাস, সাবেক সাংসদ ননী গোপাল মন্ডল,উপজেলা প্রেস ক্লাব সভাপতি ইন্দ্রজিৎ টিকাদার,বটিয়াঘাটা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিধান চন্দ্র রায়,হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের উপজেলা সদস্য সচিব গোবিন্দ মল্লিক,চেয়ারম্যন  আলহাজ আষিকুজ্জামান আষিক,ইউপি সদস্য বিপ্রদাস টিকাদার কার্তিক,ইউপি সদস্য তপতী বিশ্বাস,পালক রেভ: প্রবীর মন্ডল,প্রধান শিক্ষক সমারেস বরকোন্দাশ,গৌরপদ মল্লিক প্রমুখ।
অনুস্ঠানের পূবে পিক আপ যোগে এক বর্নঢ্য শোভাযাএা  খুলনা  চালনা মহাসড়ককের মোড়ে মোড়ে প্রদক্ষিন করে।