ইন্দ্রজিত টিকাদার, বটিয়াঘাটা : বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়ন পরিষদের সচিব মোঃ এমদাদুল হকের অন্যত্র বদলী হওয়ায় সাধারন মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। অন্য দিকে উক্ত সচিবের বদলী ঠেকাতে জামাত বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন দপ্তরে দৌড়ঝাপ শুরু করেছে।
সূত্রে প্রকাশ, উপজেলার জলমা ইউনিয়ন পরিষদের সচিব এমদাদুল হক প্রায় ৬ বছর যাবত নানা অনিয়ম ও দূর্নীতির মধ্যদিয়ে আসছিল। তার এ অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে গৎালমারী গ্রামের বিশ্বজিৎ বিশ্বাস বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর এক লিখিত অভিযোগ দালিল করে। অভিযোগের ভিত্তিতে সাংবাদিকরা বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত করলে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামানকে জামায়েত বিএনপির নেতারা তদবির করে বদলীর আদেশ রদ করে। গত ২৫ সেপ্টেম্বর স্থানীয় সরকার মন্ত্রনালয়ের বিভাগীয় উপ-পরিচালক ইশারত জাহানের স্বাক্ষরিত ৪৬-৪৪-৪৭০০-০২৪-০৬-০১৪-১৮/৬২৩(৩৫) স্বারকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সচিব ইমরান হোসেনকে উক্ত ইউনিয়ন পরিষদে যোগদানের নিদেশ প্রদান করেন। আদেশ পেয়ে মোঃ ইমরান হোসেন গত ২৭ বৃহস্পতিবার ও ৩০ রবিবার সেপ্টম্বর এবং ১ অক্টোবর সোমবার যোগদান করতে আসলে জামাত-বিএনপি পন্থি চেয়ারম্যান ও মেম্বররা তাকে যোগদান করতে না দিয়ে পূর্বের সচিবকে বদলীর আদেশ রদ করার জন্য বিভিন্ন দপ্তরে দৌড়ঝাপ শুরু করেছে। অন্যদিকে পূর্বের সচিব এমদাদুল হককে বদলী করার জন্য মুক্তিযোদ্ধা সংসদ, ইউনিয়ন আওয়ামীলীগ, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ সহ স্বাধীনতার স্ব-পক্ষের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারন মানুষ জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের আশুহস্ত ক্ষেপ কামনা করেছেন।