বটিয়াঘাটা প্রতিনিধিঃ বটিয়াঘাটার জলমা ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের আহবায়ক বিপ্রকাশ টিকাদার কার্তিক ও বীরমুক্তিযোদ্ধা মনোরঞ্জন রায় মনোন এর উপর বনদস্যু সন্ত্রাসী জাকির হালদার এবং আশীষ কর্তৃক পরিকল্পিত ভাবে সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তাকে গ্রেফতার পূর্বক শাস্তির দাবীতে বুধবার বেলা ১১টায় স্থানীয় জলমা চক্রাখালী বাজার চত্বরে ইউনিয়নবাসীর আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন মানবাধিকার সংরক্ষন কমিশনের কেন্দ্রীয় মহাসচিব সরদার মোমিনুল ইসলাম পারভেজ, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আশিকুজ্জামান আশিক, জেলা সম্পাদক লিয়াকত আলী, আ’লীগনেতা প্রদীপ বিশ্বাস, অবঃ শিক্ষক কার্তিক চন্দ্র রায়, বীরমুক্তিযোদ্ধা নির্মল অধিকারী, নিরঞ্জন রায়, ইউপি সদস্য যথাক্রমে তরিকুল ইসলাম, তপতী বিশ্বাস, নিভানন গোলদার, দেবু মল্লিক, আ’লীগনেতা তুহিন রায়, গৌরপদ মল্লিক, আঃ রাজ্জাক, ইসরাফিল বিশ্বাস, মমতা মল্লিক, ডালিয়া বিশ্বাস, কমলেশ বিশ্বাস, জিএম রুদ্রু, মিতালী টিকাদার, মনিষা রায়, শাশ্বতী রায় সহ এলাকার হাজার হাজার নারী-পুরুষ।