বটিয়াঘাটার ঠিকরাবাধ ও দারোগারভিটায় রেল ক্রসিং এ চাই আন্ডারপাস বা ওভারপাস

প্রকাশঃ ২০২১-০৯-৩০ - ১৭:৫৭

বটিয়াঘাটা প্রতিনিধি : জনগুরুত্বপূর্ণ খুলনা টু সাতক্ষীরা মহাসড়কের ঠিকরাবাদ মোড়ে ও গল্লামারী টু বটিয়াঘাটা,নলিয়ান-পাইকগাছা মুখী সড়কের দারোগার ভিটা মোড়ে চলমান রেল লাইনের ক্রসিং বন্দ রেখে আন্ডারপাস/ ওভারপাস করার দাবিতে খুলনাবাসির ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় স্থানীয় হাজার হাজার মানুষের উপস্থিতিতে মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন উন্নয়নকে তারা সাধুবাদ জানান। প্রাচিনতম নকশায় গুরুত্বপূর্ণ এই দুটি ব্যস্ততম সড়কের উপর দিয়ে রেল ক্রসিং মান্ধাতার আমলের নকশায় হতে দেওয়া হবে না।এটা হলে দিনের পর দিন দূর্ঘটনা লেগে থাকবে ভবিষ্যত প্রজন্ম বড় ধরনের বিপদে পড়বে। তারা দ্রুত নকশা পরিবর্তন করে আধুনিক মানের নকশা করে এখানে আন্ডারপাস বা ওভারপাস নির্মাণ করা হোক। তাহলে জনগন মেনে নিবে।
খুলনাবাসীর ব্যানারে অনুষ্ঠিত এ মানববন্ধনে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আশরাফুল আলম খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য দিলীপ হালদার, মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, চেয়ারম্যান আশিকুজ্জামান আশিক,মিজানুর রহমান মিলন গোলদার, আসাবুর রহমান আসাব, শেখ মোঃ হাদি উজ জামান হাদী, মানস পাল, অনুপ গোলদার, বিএম মাসুদ রানা, শেখ ওহেদুর রহমান, অহিদুল ইসলাম, আসলাম তালুকদার, প্রকাশ রায়, কার্তিক মেম্বর, তারিকুজ্জামান সুমন, অরিন্দম গোলাদার, হুমায়ূন কবির, মিজানুর রহমান মিজান, অনুপ গোলদার, শশাংক রায়, শেখ ইব্রাহিম, সুরোজিত মন্ডল, উদয় রায়, তানভীর রহমান অপু, শিউলী বেগম, বিউটি রায় প্রমুখ উপস্থিত ছিলেন।