বটিয়াঘাটার নদীতে কম্বিং অপারেশনে ২০ হাজার মিটার জাল জব্দ

প্রকাশঃ ২০২৩-০২-২০ - ১২:২৬

বটিয়াঘাটা অফিস : খুলনার বটিয়াঘাটা উপজেলা মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ নৌবাহিনী শনিবার কাজিবাচা নদীতে কম্বিং অপারেশন পরিচালনা করে। এসময় ২০ হাজার মিটার অবৈধ নেট ও বেহেন্দী জাল জব্দ করে পুড়িয়ে দেয়। সকাল নয়টা থকে বেলা তিনটা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন বটিয়ঘাটা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মনিরুল মামুন। তিনি  বলেন, এক শ্রেণির অসাধু মৎস্যজীবী নিশেধাজ্ঞা অমান্য করে নদীতে অবৈধ ভাবে নেট, বেহেন্দী দিয়ে মাছের পোনা নিধন করে আসছে। তারা চুরি করে নদীতে নামে এবং রেনু ধরার চেষ্টা করে। এ ছাড়া আরও এক শ্রেণির মৎস্যজীবী রয়েছে যারা ছোট নেট দিয়ে হাতে টেনে রেনু ধরার চেষ্টা করে। তারা চুরি করে নদীতে নেমে মাছ ধরার চেষ্টা চালায়। তারা মৎস্য দপ্তরের ট্রলার বা নৌবাহিনীর বোট দেখলেই দ্রুত পালিয়ে যায়। তিনি বলেন কম্বিং অপারেশন অব্যাহত থাকবে।

সকল প্রকার নিষেধাজ্ঞা উপেক্ষা করে জেলার বিভিন্ন নদ-নদীতে অবৈধ ভাবে চলছে রেনু ও বাগদা চিংড়ির পোনা আহরণ। প্রতিনিয়ত মেরে ফেলা হচ্ছে বিভিন্ন প্রাজাতির লাখ লাখ মাছের পোনা। মৎস্য অধিদপ্তরের  নিষেধ অমান্য করে এ ভাবে পোনা নিধনযজ্ঞে নেমে থাকে। রাতের অন্ধকারে এবং প্রকাশ্যে দিনের আলোয় এক শ্রেণির অসাধু নারী পুরুষ এ কাজে সর্বদা নিয়জিত রয়েছেন। এক কেজি রেনু আহরণে এক মন বিভিন্ন প্রজাতির মাছের পোনা মেওে ফেলছে।