বটিয়াঘাটার নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

প্রকাশঃ ২০২১-০৯-১৩ - ১৮:২০

বটিয়াঘাটা প্রতিনিধি : সদ্য যোগদানকারী বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মমিনুর রহমান গতপরশু রবিবার জেলা প্রশাসক কার্যালয়ে যোগদান শেষে সোমবার দ্বায়িত্ব গ্রহণের পর বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,অফিসার্স ক্লাব, উপজেলা প্রেসক্লাবের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যানবৃন্দ ও অফিস স্টাফদের সাথে দিনব্যাপী পৃথক পৃথক মতবিনিময় সভার আয়োজন করেন।সহকারী কমিশনার ( ভূমি) আব্দুল হাই সিদ্দিকী এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার সহ প্রশাসন ও অফিসার্স ক্লাবের কর্মকর্তাবৃন্দ।উপজেলা প্রেসক্লাবের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী, সভাপতি প্রতাপ ঘোষ, দৈনিক দেশ সংযোগ এর বার্তা সম্পাদক রিংটন মন্ডল, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, কোষাধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, সাংবাদিক পরিতোষ রায়, সাংবাদিক এ্যাড. প্রশান্ত বিশ্বাস, সাংবাদিক বিপ্রদাস রায়, সাংবাদিক শাওন হাওলাদার, সাংবাদিক বুদ্ধদেব মন্ডল, সাংবাদিক এস,এম,এ ভুট্টাে,সাংবাদিক এ্যাড. মোস্তফা বিল্লাল,সাংবাদিক নিখিলেশ গাইন,সাংবাদিক পরাগ রায়,সাংবাদিক আশিকুজ্জামান আশিক,সাংবাদিক নিতীশ বাছাড়,সাংবাদিক আছিয়া খাতুন ঝিনুক, সাংবাদিক বিশ্বজিৎ মল্লিক প্রমূখ। পরে তিঁনি অন্যান্যদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিঁনি সাংবাদিক সহ সকলের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য তিনি ৩৩ তম বিসিএসএ উত্তীর্ণ হয়ে সচিবালয়ের পরিকল্পনা মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব পদে, এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে, তারপর যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পদে কর্মরত ছিলেন।তাঁর গ্রামের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলায়।