বটিয়াঘাটার বিভিন্ন পূজা মন্ডপ পরিদশনে সাবেক সাংসদ ননী গোপাল মন্ডল

প্রকাশঃ ২০১৮-০৩-২৫ - ১৫:০৬

বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলায় প্রায় অর্ধ শতাধিক পূজা মন্ডপে বাসন্তী পূজা অনুষ্ঠিত হচ্ছে। বসন্তকালে এ পূজা হয় বলে একে বাসন্তী পূজা বলা হয়। ৫দিন ব্যাপী বাসন্তী পূজার সোমবার মহা-বিজয়ার মধ্য দিয়ে এ সমাপ্তি হবে। উপজেলার গঙ্গারামপুর ও জলমা ইউনিয়নের বাসন্তী পূজা উদযাপন কমিটি বয়ারভাঙ্গা বিশ্বেম্ভর ও চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে মহা-বিজয়া উপলক্ষে মেলার আয়োজন করেছে। অন্যদিকে বাসন্তী পূজাকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের ১১তম জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীগণ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন, অনুদান প্রদান ও দর্শনার্থীদের সাথে কুশল বিনিময় করেন। শনিবার মহা-সপ্তমীতে খুলনা-১ আসনের সাবেক জাতীয় সাংসদ সদস্য ননী গোপাল মন্ডল বটিয়াঘাটা সদর ইউনিয়নের পারবটিয়াঘাটা, খলসীবুনিয়া ও জলমা ইউনিয়নের মল্লিকের মোড় সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও দর্শণাথীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের উপজেলার সদস্য সচিব গোবিন্দ মল্লিক, জলমা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদন পিযুষ কান্তি মন্ডল, আ’লীগনেতা পলাশ রায়, গৌরপদ মল্লিক, নীতিশ মল্লিক, জহির রায়হান লালন, হিমু, সুধাংশু বাড়ই, সুনীল মল্লিক প্রমূখ।