ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা : খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আ’লীগের সভাপতি ও সাবেক বিরোধী দলীয় হুইপ শেখ হারুনূর রশীদ বলেছেন, বাঙ্গলীর সাহসী সন্তানেরা স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহণ করে ৩০ লক্ষ শহীদের রক্ত ও ২ লক্ষ মা-বোনের ইজ্জ্বতের বিনিময়ে এ দেশের বাক্শক্তির স্বাধীনতা ফিরিয়ে এনেছিল। বিজয়ের এই মাসে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী পঞ্চানন বিশ্বাসকে বিপুল ভোটে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে পূনরায়ে আ’লীগকে রাষ্ট্রীয় ক্ষতায় ফিরিয়ে আনতে হবে। সেজন্য সকল ভেদাভেদ ভুলে নৌকার পক্ষে নেতা কর্মীদের কাজ করতে হবে। তিনি বুধবার বিকাল ৩ টায় বটিয়াঘাটার ভান্ডারকোট ময়দানে ইউনিয়ন আ’লীগের আয়োজনে নৌকা প্রতীকের প্রর্থীর পক্ষে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ইউনিয়ন আ’লীগের সভাপতি ওবায়দুর রহমানের সভাপতিত্বে ও সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের সহ সভাপতি পঞ্চানন বিশ্বাস এমপি, জেলা আ’লীগের ভাঃ সম্পাদক এড. সুজিত কুমার অধিকারী, জেলা নেতা এড. নিমাই চন্দ্র রায়, এড. নবকুমার চক্রবর্তী ও এড. ফরিদ আহম্মেদ, উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান, দাকোপ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন ও জেলা ছাত্রলীগের সম্পাদক ইমরান হোসেন ইমু। বক্তৃতা করেন উপজেলা আ’লীগের সম্পাদক দিলীপ হালদার, দাকোপ আ’লীগের সম্পাদক বিনয় কৃষ্ণ মন্ডল, আ’লীগ নেতা অধ্যাঃ ফিরোজুর রহমান, ইউপি চেয়ানম্যান যথাক্রমে মনোরঞ্জন মন্ডল, শেখ হাদী-উজ-জামান হাদী, ইসমাইল হোসেন মোল্ল্যা বাবু, আব্দুল হাদী সরদার, গোলাম হাসান, মিজানুর রহমান মিলন গোলদার, পলাশ রায়, চয়ন বিশ্বাস, বি এম মাসুদ রানা, গোলাম মোস্তফা মুন্সী, খলিলুর রহমান, মুশিবুর রহমান, নারায়ন সরকার, নাসিরউদ্দিন, মোক্তার হোসেন, মানষ পাল, মোল্ল্যা মিজানুর রহমান বাবু, যুবলীগ নেতা অনুপম বিশ্বাস, ওয়াহিদুর রহমান, অলোক মল্লিক, ফারুক হাওলাদার, বিধান হালদার, কৃষকলীগ নেতা গৌরদাস ঢালী, সাবেক ছাত্র নেতা সঞ্জয় মোড়ল, অরিন্দম গোলদার, স্বেচ্ছাসেবকলীগ নেতা কবির আকুঞ্জী, মিজানুর রহমান মিজান, ছাত্রলীগ নেতা রিয়াজুল ইসলাম রিপন, অতনু মন্ডল, মহিলা আ’লীগনেত্রী রেহানা আফরোজ শোভা, শিউলী মিস্ত্রী, সুইটি বৈরাগী, অপর্না মন্ডল, বিউটি বিশ্বাস, প্রিয়ংকা, গিতা গোলদার, হিমাদ্রী বিশ্বাস হিমু, ইন্দ্রজিৎ রায়, খোকন মল্লিক, নজরুল ইসলাম খাঁ, মিলন মল্লিক, পলাশ সরকার, জেপির সভাপতি এড. দিলিপ মিস্ত্রী, সম্পাদক পান্না পশারী, নৃপেন বিশ্বাস, সুরজিৎ মন্ডল, টগর মন্ডল, অমৃত সরকার প্রমুখ।