বটিয়াঘাটার রাজীব করোনা নয়, হামজ্বরে আক্রান্ত

প্রকাশঃ ২০২০-০৩-১৯ - ১৬:৪৭

খুলনা অফিস : বটিয়াঘাটায় রাজিব বিশ্বাস (৩০) করোনা ভাইরাসে নয়, হামজ্বরে আক্রান্ত বলে জানিয়েছে খুমেক। উল্লেখ্য গত বুধবার সর্দি কাশি নিয়ে রাজীব বিশ্বাস (৩০) বটিয়াঘাটা হাসপাতালে ভর্তি হয়। আজ বৃহস্পতিবার পরীক্ষা নিরিক্ষার জন্যে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য প্রশাসক অপর্ণা বিশ্বাসের সাথে আলাপ করলে তিনি জানান, তার সাধারণ সর্দি কাশি ধরা পড়েছে। তবে স্বাস্থ্য কেন্দ্রে করোনা ভাইরাস সনাক্তের কোন যন্ত্রপাতি না থাকায় উন্নত পরীক্ষার জন্য তাকে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খুলনা মেডিকেলে সকল পরিক্ষা নিরীক্ষা শেষে জানায়, রাজীব করোনা ভাইরাসে নয় হাম-জ্বরে আক্রান্ত হয়েছে।
রাজীবের দাদা জানান, সে কয়েকদিন ধরে বেশ হামজ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলো, তবে ডাক্তারের চিকিৎসা নিয়ে এখন সুস্থ্য আছে।