বটিয়াঘাটা প্রতিনিধি : আগামি ৩১ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে আ,লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী যে কারণে আশরাফুল আলম খানের কোন বিকল্প নাই। তিনি টানা ১০ বছর এই উপজেলার চেয়ারম্যান। গত দুই মেয়াদে হাজার হাজার মসজিদ, মাদ্রাসা শত শত মন্দির ও গীর্জা, অসখ্য কাচা রাস্তা পাকা, স্কুল কলেজ এবং কালভার্ট নির্মাণে রেখেছে হাজারো সাফল্য। তার ১০ বছরের সততার শাসন ছিলো একটা রোল মডেল। তার শাসনে দেখা গেছে দলীয় নেতাকর্মীদেরও জেল জরিমানা করতে বিন্দু পরিমান পিচপা হয়নি। সর্বোপরি জনগনের জন্য তিনি সব করতে প্রস্তুত বলে মনে হয়। তার অফিসে সব সময় কমপক্ষে ৪০/৪৫ জন লোক থাকে অথচ এই উপজেলায় যত গরীব অসহায় ও হতদরিদ্র মানুষ আছে তারা চেয়ারম্যানের পাশে দাড়িয়ে কানে কানে কথা বলেন দেখে মনে হয় সন্তানের কানে ককানে কথা হচ্ছে। তাদের কথা শুনে তিনি মুচকি হাসি দিয়ে পকেট থেকে ৫০০/১০০০ এমনকি তার চেয়েও বেশি টাকা দিয়ে থাকেন তাছাড়া যদি দপ্তরের সমস্যা থাকে সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে তার সিএ বা পিওনকে দিয়ে ভুক্তভোগীকে সেখানে পাঠিয়ে সমস্যার সমাধান এমন লক্ষ লক্ষ উদাহারণ উপজেলা বাসির জানা। যে কারণে এই উপজেলার নগর পিতা ” আশরাফ খানের ” বিকল্প নাই। তার সততার সাথে সহযোগীতার জন্য আছে উপজেলা আ,লীগের সাঃ সম্পাদক জেলা পরিষদের সদস্য দিলীপ হালদার, সহ সভাপতি ফিরোজুর রহমান, যুগ্ন সাঃ সম্পাদক রবীন দত্ত, সাংগঠনিক সম্পাদক সুরখালী ইউপি চেয়ারম্যান আঃ হাদী সারদার, সাবেক মেম্বর বিবেক বিশ্বাস, জলার চেয়ারম্যান প্রার্থী অনুপ গোলদার, প্রচার সম্পাদক মেম্বর মাসুদ রানা, দপ্তর সম্পাদক ভাইস চেয়ারম্যান প্রার্থী চয়ন বিশ্বাস, যুবলীগ নেতা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ ইকরাম শেখ, সাবেক ছাত্রলীগ নেতা ভাইস চেয়ারম্যান প্রার্থী তুহিন রায়, খুলনার রাজপথ কাপানো যুবনেতা ভাইস চেয়ারম্যান প্রার্থী রাসেল কবির, সাংবাদিক মহিদুল ইসলাম শাহীন, সাংবাদিক ইন্দ্রজিৎ টিকাদার, সাংবাদিক এস এম বজলুর রহমান, সাংবাদিক এস এম এ ভুট্রো, সাংবাদিক তরিকুল ইসলাম, সাংবাদিক আল আমিন শিকদার, সাংবাদিক তারেক খান, সাংবাদিক জহিরুল ইসলাম, সাংবাদিক শাহ আলম, গঙ্গারামপুর ইউনিয়ন আ,লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাদী উজ্জামান হাদি, যুবলীগ নেতা ও আমিরপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, আ,লীগ নেতা ও বালিয়াডাঙ্গা ইউপি চেয়ারম্যান শেখ গোলাম হাচান, আ,লীগ নেতা ও ভান্ডারকোট ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন বাবু, মেম্বর শাহাজান শেখ, মহাশিন রেজা, সাহারুল শেখ, কাত্তিক টিকাদার, তরিকুল ইসলাম, বটিয়াঘাটা সদর ইউনিয়ন আ,লীগ সভাপতি পংকজ বাবু, সম্পাদক মানষ পাল, সুরখালী আ,লীগ সম্পাদক রবীন্দ্রনাথ সরকার, মোঃ খলিলুর রহমান, জলমার সভাপতি প্রদীপ কুমার মন্ডল, সম্পাদক মিজানুর রহমান বাবু, উপজেলা কৃষকলীগ সভাপতি গৌরপদ ঢালী, সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ দাউদ, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি হুমায়ুন কবির, সম্পাদক মিজানুর রহমান মিজান, শ্রমিক লীগ সভাপতি মোঃ খোকন, মাহিন্দ্রা শ্রসিক নেতা আব্দুর রহিম, নছিমন সমিতি সভাপতি মোঃ মনা, একটি বাড়ী একটি খামার এ্যাসোসিয়েশন সাঃ সম্পাদক শেখ সোলায়মান, মোঃ গোলাম আজম, দলিল লেখক সমিতির সভাপতি মতিন সিদ্দিকী মিঠু, সম্পাদক মোল্লা মোছা, নকল নবিশ সমিতির সভাপতি প্রসাদ চন্দ্র মন্ডল, সম্পাদক কালি ঠাকুর, সাংগীতিক হিরক বাবু, মটর শ্রমিক নেতা শফিকুল ইসলাম, ইসমাইল মোল্লা, হাফিজুর রহমান, মোঃ মিজান প্রমূখ।