বটিয়াঘাটার ৩ ইউনিয়নের প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল

প্রকাশঃ ২০২১-০৩-১৮ - ১৯:০৯

বটিয়াঘাটা প্রতিনিধি : সারা বাংলাদেশে প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বটিয়াঘাটার ৭ ইউনিয়নের মধ্যে এবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইউনিয়নের মধ্যে ৩নং গঙ্গারামপুর, ৬নং বালিয়াডাঙ্গা ও ৭নং আমীরপুর ইউনিয়ন। বৃহস্পতিবার বিকাল ৫ পর্যন্ত বিভিন্ন পদে প্রার্থীগণ মনোনয়ন পত্র দাখিল করেছেন । এর মধ্যে গঙ্গারামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত মহিলা প্রার্থী ১১ জন ও সাধারণ সদস্য পদে ৪৪ জন। চেয়ারম্যান পদে যারা প্রার্থীরা হয়েছেন, নৌকা প্রতীক নিয়ে শেখ মোঃ হাদি উজ-জ্জামান হাদী, আলীগের বিদ্রোহী প্রার্থী শিব পদ মন্ডল ও রাম প্রসাদ রায়, বিএনপি নেতা আসলাম হালদার, মোঃ নাজিম উদ্দীন, আব্দুল গনি বিশ্বাস। বালিয়াডাঙ্গা ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে মোঃ মুশিবুর রহমান, বিএনপি নেতা মোঃ সাইফুর রহমান ও মাঈনুল ইসলাম,আলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোঃ গোলাম হাসান ও মোঃ আছাবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মোঃ রবিউল ইসলাম লাভলু ও মোঃ শিমুল সেখ, জাতীয় পার্টির নেতা মোঃ আমিনুল ইসলাম সাদ্দাম।সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ৮জন ও সাধারণ সদস্য পদে ৩৮জন মনোনয়নপত্র জমা দেন। আমীরপুর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন জিএম মিলন গোলদার, স্বতন্ত্র প্রার্থী মোঃ হুজ্জাত হোসেন, বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান খায়রুল ইসলাম জনি খান,মেজবাহ উদ্দিন, পার্থশরতি দত্ত, মোঃ ওবায়দুর রহমান।এছাড়াও উক্ত ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন এবং সাধারণ সদস্য পদে ৪২ জন ।