বটিয়াঘাটায় অষ্টম শ্রেনীর ছাত্রী ধর্ষনের বিচারের দাবীতে মানববন্ধন

প্রকাশঃ ২০১৮-০৩-২৫ - ১৫:০২

বটিয়াঘাটা প্রতিনিধি : গত ২০ মার্চ মধ্য রাতে বটিয়াঘাটা উপজেলার সুরখালী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী ধর্ষনের স্বীকার হন। ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি ও ধর্ষিতার ন্যায় বিচারের দাবীতে সুরখালী মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে ও নিজেরা করি স্ংস্থার সহযোগিতায় রবিবার বেলা ১১ টায় স্থানীয় বাজার চত্বরে এক মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুরুষোতম রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নিজেরা করি সংস্থার বিভাগীয় সমন্বায়ক স্বপন কুমার দাস। হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের উপজেলার আহবায়ক মনোরঞ্জন মন্ডল, উপজেলা আ’লীগ নেতা ও হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের উপজেলার সদস্য সচিব গোবিন্দ মল্লিক, উপজেলা আ’লীগ নেতা পলাশ রায়, বি,এম মাসুদ রানা, রবীন্দ্রনাথ সরকার, সহকারী প্রধান শিক্ষক আয়ুব আলী গাজী, সাংবাদিক মনিরুজ্জামান, যুবলীগ নেতা বুলবুল হোসেন বিপ্লব, মানবাধিকার সংরক্ষন কমিশনের উপজেলার সম্পাদক সরদার হাফিজুর রহমান, আজগার শেখ, নিজেরা করি সংস্থার সমন্বয়ক দিলীপ সেন, বিধান চন্দ্র বর্মন, আবুল কালাম জোয়াদ্দার, আব্দুল আজিজ, মিন্টু শেখ, গোবিন্দ মন্ডল, মহিদুল ইসলাম, আলম সরদার, সাইফুল ইসলাম, আশীষ কুমার প্রমুখ। অনুষ্ঠানের পূর্বে এক বর্ণাঢ্য র‌্যালী সুরখালী ইউনিয়ন বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।