বটিয়াঘাটা প্রতিনিধিঃ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন পিএএ বলেছেন, অসহায় খেঁটে খাওয়া মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লক ডাউনে খাদ্য উপহার বিতরণ করছে। পর্যায়ক্রমে তা সকলের মাঝে পৌঁছে দেওয়া হবে। তিনি শনিবার বেলা ১২ টায় বটিয়াঘাটার গঙ্গারামপুর ইউনিয়নের বরণপাড়া, খড়িয়ার গেট, কাতিয়ানাংলা এলাকায় লক ডাউনে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন কালে এ কথা বলেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল, লবন, সবজি ইত্যাদি। নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই সিটি) মোঃ সাদিকুর রহমান খান, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এমদাদুল হক, ইউপি চেয়ারম্যান হাদি উজ-জ্জামান হাদী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, থানার এসআই মোঃ আজিজ, ইউপি সচিব পংকজ সরকার, ইউপি সদস্য যথাক্রমে মোঃ মোশারফ হোসেন, মোঃ মনিরুল ইসলাম, উদয় শংকর রায়, স্বপন রায় ও দিপ্তী রাণী মল্লিক সহ গণমাধ্যম কর্মী, গন্যমান্য ব্যক্তিবর্গ ও ভুক্তভোগীরা ।