খুলনা : খুলনার বটিয়াঘাটা উপজেলার জয়খালী গ্রামে শতবছরের দখলকৃত জমি আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জবরদখলের অভিযোগ উঠেছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, মৃত যোজ্ঞেস্বর মন্ডলের সন্তানদের ১০২ বছর যাবৎ ভোগদখলীয় জমি প্রতিপক্ষ জোরপূর্ব দখল করার পায়তারা চালায়। এদিকে নালিশী ওই জমির মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জলমা ইউপি চেয়ারম্যানের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা বজায় রাখার অনুরোধ জানিয়ে আবেদন করেন কৃষ্ণপদ মন্ডল (রায়) এর পক্ষে প্রবীর রায়। আর তা না মেনে জমলা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বিধান রায়ের নির্দেশে সহযোগি বিধান হালদার নামের এক ব্যক্তিসহ কয়েকজন লোক জয়খালী এলাকার কৃষ্ণপদ মন্ডলের রাজবাধ মৌজায় ২ দশমিক ৫০ একর জমি সার্ভেয়ার আমিন ও রনজিত এর মাধ্যমে পল্লবী পারভীনের পক্ষে দখলের চেষ্টা চালায় বলে অভিযোগ করেন ভূক্তভোগী প্রবীর রায়। তিনি বলেন, ২০০৭ সালের ১৪ মার্চ বিজ্ঞ জেলা জজ আদালতে কৃষ্ণপদ মন্তল (রায়) বাদী হয়ে মামলা করেন। আদালত স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দেয়।