বটিয়াঘাটা প্রতিনিধিঃ আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস ২০১৭ উপলক্ষ্যে বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার বেলা ১২টায় স্থানীয় সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে এক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, মহিলা ভাইস চেয়ারম্যান বুলু রায় গাঙ্গুলী, সহকারী কমিশনার(ভূমি) শেখ মহি উদ্দিন, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রাম চন্দ্র সাহা, ভ্যাটেনারী সার্জন বঙ্কিম হালদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, প্রকৌশলী মাহামুদ হাসান, বীরমুক্তিযোদ্ধা শেখ আফজাল হোসেন, বীরমুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, অবঃ সহকারী পুলিশ সুপার নিখিল মন্ডল, মাঃ শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, হিসাবরক্ষন কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা গৌতম বিশ্বাস, যুবউন্নয়ন কর্মকর্তা মোনায়েম খান, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাঃ নারায়ন চন্দ্র রায়, সাধারন সম্পাদক এড. সুশিল গোলদার, সদস্য কানন মল্লিক, সাংবাদিক শাহীন বিশ্বাস, সাংবাদিক গাজী তরিকুল, সাংবাদিক শাওন হাওলাদার, সাংবাদিক আব্দুল্লাহ আল ফারুক প্রমূখ। সভায় বক্তারা দূর্নীতির বিরুদ্ধে সজাগ থেকে সকল সেবাদানকারী প্রতিষ্ঠানে সেবার মান বাড়ানোর আহবান জানান।