বটিয়াঘাটায় আমন ধানে পাতা মোড়ানো পোকার আক্রমণ

প্রকাশঃ ২০১৭-১০-২৬ - ১৬:২৯

বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলায় মেঘলা আবহাওয়ার কারণে আমন ধানে পাতা মোড়ানো পোকার আক্রমণ দেখা দিয়েছে। শীতের মৌসুম শুরু হলেও এ বছর শীত না পড়ায় এ পোকার আক্রমণ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে স্থানীয় জাতের যে সকল ধান গাছ ছায়াযুক্ত জায়গায় বা যেখানে আলোর সঞ্চালন কম সেখানে এ পোকার আক্রমন বেশী লক্ষ্য করা যায়। তবে শীত পড়লে স্বাভাবিক ভাবেই এ পোকা উঠে যাবে। আবার মেঘলা আবহাওয়া কেটে গেলেও পোকা এমনিতেই উঠে যাবে বলে জানিয়েছে উপজেলার কৃষি অধিদপ্তর। এ ব্যাপারে জলমা ইউনিয়নের দায়িত্বে থাকা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হাই খান, বটিয়াঘাটা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা দীপন কুমার হালদার, গঙ্গারামপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আঃ গফ্ফার গাজী, সুরখালী ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সরদার আব্দুল মান্নান জানান পাতা মোড়ানো পোকা রৌদ্র সহ্য করতে পারে না। অন্যদিকে মাটিতে পড়লে আবার উপরে উঠতে পারেনা। এ জাতীয় পোকা আকারে ছোট হয় তাই ধান গাছের গোড়ার কোন ক্ষতি করতে পারে না। এরা গাছের আগার ক্ষতি করে। তাই ধারালো বাঁশের চটা অথবা কাঁটা জাতীয় গাছের ডাল দিয়ে ধান গাছের মাথা আঘাত বা ঝাকিয়ে পোকা মাটিতে ফেলে দিতে হবে। এ বিষয়ে কৃষকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে বড় ধরণের প্রাকৃতির দুর্যোগ না হলে এ বছর ধানের ফলন ভাল হবে।