বটিয়াঘাটায় আলোচনা সভা ও প্রামান্যচিত্র প্রদর্শনী

প্রকাশঃ ২০২০-১২-১২ - ২০:৫৩

বটিয়াঘাটা প্রতিনিধি : যদিও মানছি দূরত্ব তবুও আছি সংযুক্ত এই শ্লোগানকে সামনে নিয়ে বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শনিবার সকাল ১০ টায় স্থানীয় পরিষদ সন্মেলন কক্ষে এক আলোচনা সভা ও প্রামান্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম চন্দ্র হালদার। বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদুজ্জামান, ভাইস-চেয়ারম্যান নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অপর্ণা বিশ্বাস, থানার ওসি রবিউল কবির, ওসি(তদন্ত) উজ্জল কুমার দত্ত, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, বীরমুক্তিযোদ্ধা শেখ আফজাল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, সমাজসেবা কর্মকর্তা অমিত কুমার সমাদ্দার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলমগীর হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোনায়েম খান, পল্লী উন্নয়ন কর্মকর্তা নারায়ন সরকার, আনসার ভিডিপি কর্মকর্তা সাইদ হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী হাসিবুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক শুভেন্দু ঘোষ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, অধ্যক্ষ নির্মলেন্দু বিশ্বাস, অধ্যক্ষ শশাঙ্ক মন্ডল, অধ্যাপক বিশ্বজিৎ গাঙ্গুলি, অধ্যাঃ কুমারেশ সরকার, প্রধান শিক্ষক কাঞ্জিলাল মল্লিক, প্রধান শিক্ষক তপন কুমার বিশ্বাস, ইউপি সদস্য আলম ভূঁইয়া, ইউপি সদস্য রমা মন্ডল, ইউপি সদস্য বিউটি বিশ্বাস সহ বিভিন্ন জনপ্রতিনিধি ও স্কুলের শিক্ষার্থীবৃন্দ। পরে পরিষদ গেট সংলগ্ন সড়কের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাংচুরের প্রতিবাদে উপজেলা প্রশাসনের আয়োজনে এক মৌন মানববন্ধন কর্মসূচি পালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।