বটিয়াঘাটায় আ’ লীগনেতা অনুপ গোলদারের সাবান ও ব্লিসিং পাউডার বিতরণ

প্রকাশঃ ২০২০-০৩-৩০ - ১৮:০২

ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা : বটিয়াঘাটার জলমা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে করোনা ভাইরাস মোকাবেলায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জলমা ইউনিয়নের সাবেক নৌকা মার্কার প্রার্থী অনুপ গোলদার তার ব্যক্তিগত পক্ষ থেকে প্রতি ওয়ার্ডে ২শ পিচ সাবান ও ২ প্যাকেট করে ব্লিসিং পাউডার বিতরণ করেছে। পাশাপাশি তিনি সমাজে নিম্ন আয়ের মানুষের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবানও জানান। গত রবিবার বিকাল ৫টায় চক্রাখালী মল্লিকের মোড় এলাকায় এ সকল ত্রাণ সামগ্রী বিতরণ কালে তিনি একথাগুলি বলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, উপজেলা আ’লীগ নেতা গোবিন্দ মল্লিক, তুহিন রায়, শিক্ষক বিজন মল্লিক, বিধান মহালদার, প্রদীপ টিকাদার, মনোজ মল্লিক প্রমুখ।