বটিয়াঘাটা প্রতিনিধিঃ জাতীয় ইঁদুর নিধন অভিযান ও বিশ্ব খাদ্যদিবস ২০১৯ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা বুধবার বেলা ১২ টায় স্থানীয় কৃষি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত পরিচালক কাজি আব্দুল মান্নান, বিশেষ অতিথি ছিলেন ভাইচচেয়ারম্যান নিতাই গাইন, মহিলা ভাইসচেয়ারম্যান চঞ্চলা মন্ডল, উপ-পরিচালক মোহন কুমার ঘোষ, জেলা বীজ প্রত্যয়ন অফিসার জন্টু কুমার সাহা, অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা রেহেনা পারভিন ,সম্প্রসারন কর্মকর্তা শামীম আরা নিপা, সাংবাদিক মনিরুজ্জামান, ইমরান হোসেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা সরদার আব্দুল মান্নান, মোঃ গফফার গাজী প্রমূখ। সভার পূর্বে একটি র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে।