বটিয়াঘাটা প্রতিনিধি : সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রাথমিকভাবে তৃর্ণমুল নেতাকর্মীর সর্বসম্মতিক্রমে উপজেলা চেয়ারম্যান পদে চুড়ান্ত হলেন বটিয়াঘাটা উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান। তার বিপক্ষে কোন প্রার্থী হয়নি। তবে পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রাথমিকভাবে চুড়ান্ত হয়নি। সূত্র জানায়, উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে বটিয়াঘাটা উপজেলায় চেয়ারম্যান পদে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী একাধিক প্রার্থী মাঠ দাপিয়ে বেড়ালেও সর্বশেষ চেয়ারম্যান পদে একক প্রার্থী নির্বাচিত হয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আ’লীগের সভাপতি মোঃ আশরাফুল আলম খাান। আশরাফুল আলম খানের বাইরে ঐ সকল প্রার্থী পথে-ঘাটে, সভা-সেমিনারে কিংবা গণমাধ্যম কর্মীদের সামনে মাঠ চাঙ্গা রাখলেও সর্বশেষ অধিকাংশ প্রার্থীর প্রস্তাবক-সমর্থকরা নাম প্রস্তাবনা আনার আগেই প্রার্থীরা সোমবার বিকাল ৩ টায় উপজেলা আ’লীগের বর্ধিত সভায় এই একক প্রার্থীর নাম ঘোষণা দেয়। বটিয়াঘাটা উপজেলার সাত ইউনিয়ন ও তেষাট্টিটি ওয়ার্ড এবং উপজেলা আওয়ামী লীগের সাতষাট্টি জন নেতারা তাদের পছন্দের প্রার্থী উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খানের নাম তুলে মিছিলে মিছিলে উত্তাল করেন সভাস্থল। পরে গংগারামপুর ইউনিয় আ’লীগের সভাপতি ও চেয়ারম্যান শেখ মোঃ হাদি উজ জ্জামান হাদীর প্রস্তাবে ও বটিয়াঘাটা সদর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদ মানষ পালের সমার্থনে একক প্রার্থী মনোনীন হন তিনি। একাধিক নেতাকর্মী বলেন, মেধা-সততা ও আর্দশ দিয়ে সাধারণ মানুষের মাঝে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান মহান ও উদার মনের মানুষ হিসেবে স্থান কুড়িয়েছেন। যার কারনে তৃতীয় মেয়াদেও তিনি একমাত্র আ’লীগের একক প্রার্থী মনোনীত। তিনি নৌকার প্রার্থী হলে তার বিপক্ষে প্রতিপক্ষ কোন প্রার্থী আসন্ন নির্বাচনের ভোট যুদ্ধে থাকবে বলে তৃর্ণমূলের নেতারা মনে করছেন না। অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে যাদের নাম প্রস্তাব আকারে উঠে এসেছে তাদের মধ্যে উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক চয়ন বিশ্বাস, সাবেক ছাত্র নেতা তুহিন রায় ও এস,এম, ফরিদ রানা, যুবলীগ নেতা অনুপম বিশ্বাস, অনিন্দ্য সুন্দর বৈরাগী, রাসেল কবির, খায়রুজ্জামান সুমন, মোঃ ইকরাম হোসেন, কৃষকলীগ নেতা মোস্তাফিজুর রহমান, উপজেলা আ’লীগ নেতা পলাশ রায় ও বিবেক বিশ্বাস এবং পার্থ সারথী দত্ত। অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে যাদের নাম প্রস্তাবনা আকারে উঠে এসেছে তাদের মধ্যে স্থানীয় এমপির শ্যালকের স্ত্রী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান বুলু রায় গাঙ্গুলী, মহিলা আ’লীগ নেত্রী চঞ্চলা মন্ডল, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ভগবতী গোলদার, খান রিজিয়া বেগম, উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী রেহেনা আফরোজ শোভা ও বিউটী রাণী পাল। প্রস্তাবনা শেষ হওয়ার প্রাক্কালে বর্ধিত সভার সভাপতি মোঃ আশরাফুল আলম খাঁন সমাপনি বক্তৃতায় চেয়ারম্যান পদে একক প্রার্থী এবং ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রস্তাবিত সকল প্রার্থীর নাম জেলা আ’লীগের মাধ্যমে কেন্দ্রে পাঠানো হবে বলে তিনি জানান। তাছাড়া স্থানীয় জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতির দিকনির্দেশনা অনুযায়ী পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থীর সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি জানান। যদি সর্বশেষ তাই হয়, কে কোন পদে প্রার্থী নির্বাচিত হচ্ছেন তার জন্য দলীয় নেতা-কর্মীদের সময়ের কালক্ষেপণ করতে হবে মাত্র। সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আ’লীগের নেতৃবৃন্দসহ হাজার হাজার নেতাকর্মী ও সমার্থক উপস্থিত ছিলেন।