বটিয়াঘাটায় এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ২০১৯-০৩-২৪ - ১৮:০৯

বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক এম্পাওয়ার ইয়ুথ ফর ওর্য়াক প্রকল্পের আওতায় অক্সফাম বাংলাদেশের অর্থায়নে রবিবার সকাল সাড়ে ১০ টায় প্রকল্প অফিস কার্যালয়ে লোকাল মিডিয়ার সাথে এক এ্যাডভোকেসি সভা কোডেকের সমন্বয়কারী লোকমান হোসেনের সঞ্চলনায় অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন দৈনিক খুলনাঞ্চল পত্রিকার বার্তা সম্পাদক ও দৈনিক কালের কন্ঠের স্টাফ রিপোর্টার কৌশিক দে বাপ্পি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারন সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, ফটো সাংবাদিক কাজী ফজলে রাব্বি শান্ত, সাংবাদিক মনিরুজ্জামান, সাংবাদিক এস,এম,এ ভূট্টো, সাংবাদিক মহিদুল ইসলাম শাহীন, সাংবাদিক পরিতোষ রায়, সাংবাদিক শাহীন বিশ্বাস, সাংবাদিক শাওন হাওলাদার, কোডেকের টেকনিক্যাল অফিসার জেরিন তাসনিন, আঃ রহমান, তন্ময় সরকার, শাহীন আলম, সনজিৎ রায়, জুলি বাছাড়, রকিবুল ইসলাম, তিলক হাওলাদার, আজমল হোসেন বাপ্পী, সাজ্জাদ স্বর্ণ, কাজী ফফলে, বাপ্পি পান্ডে, জয়শ্রী সরকার প্রমূখ। কোডেক এ অঞ্চলে ২৪৩ নারী-পুরুষ উদ্যোক্তাকে সবলম্বী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। যাদের মধ্যে ২৩৬ জন বর্তমানে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। অন্যদিকে ৪২২ জনকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়া ১৩৫ জনের আত্ম কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। বর্তমানে ১৩৮ জন বিভিন্ন মালিকের আন্ডারে কর্মরত এবং ৫০ জন বেতনভুক্ত। ২৯ জন কে নগদ ৪ লক্ষ টাকা গ্রান্ডসাপোর্ট প্রদান করা হয়েছে। শুধু তাই নয়, উপজেলা আমিরপুর ইউনিয়নের নারী-পুরুষের সমন্বয়ে সাইকেল র‌্যালি প্রদর্শিত হয়েছে বলে প্রকল্প সমন্বয়কারী জানান।