বটিয়াঘাটায় কঠোর বিধি নিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে প্রশাসন

প্রকাশঃ ২০২১-০৬-২২ - ১৫:২০

বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে সপ্তাহ ব্যাপী স্বাস্থ্য বিধি লক ডাউন কার্যকর করতে মঙ্গলবার প্রথম দিনেই কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। ব্যবস্হা গ্রহণের মধ্যে বটিয়াঘাটা বাজারে সাপ্তাহিক হাটবারের দিনে তা বন্ধ সহ জরুরী সেবাগুলো ছাড়া নিত্য প্রয়োজনীয় দ্রব্য সকাল ৭ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ প্রদান। তবে ওই সময়ে ক্রেতা- বিক্রেতা উভয়কে সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক ব্যবহার কেনা-কাঁটা করতে বলা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম নিজেই উপস্হিত থেকে সার্বিক হাট বন্ধের পাশাপাশি স্বাস্থ্য বিধি মেনে চলতে উপজেলা ব্যাপী মাইকিংয়ের মাধ্যমে ব্যাপক প্রচার প্রচারণা চালান। এ সময় তাঁর পক্ষ থেকে মাস্কও বিতরণ করা হয়। জনসমাগম এলাকায় মানুষ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতে আসা মানুষদের মাঝে এ মাস্ক বিতরণ করা হয়।এ ছাড়াও বিনা প্রয়োজনে মাস্কবিহীন অজথা ঘোরাঘুরি করা ও জরুরী সেবার বাইরে দোকান খোলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭ ব্যক্তিকে সংক্রামক রোগ প্র.নি ও নি.আইন ২০১৮ এর ২৫(২) ধারায় ৩০০০ টাকা জরিমানা আদায় করেন । এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাংবাদিক পরিতোষ কুমার রায়, সাংবাদিক বিপ্রদাস রায়, সাংবাদিক বুদ্ধদেব মন্ডল, সাংবাদিক মোঃ ইমরান হোসেন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ ।