বটিয়াঘাটায় করোনায় আক্রান্তের সংখ্যা ৩৮

প্রকাশঃ ২০২০-০৮-০৪ - ২০:৫১

ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা : বটিয়াঘাটা উপজেলা বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির তথ্য অনুযায়ী আক্রান্তের সংখ্যা মোট ৩৮ জন। এর মধ্যে বটিয়াঘাটা থানাধীন ২৭ জন এবং হরিনটানা ও লবনচরা থানাধীন ১১ জন। ইতিমধ্যে আক্রান্ত ৩৮ জনের মধ্যে ২১ জন সম্পূর্ণ সুস্থ হয়েছে। তবে সরকারি তথ্য অনুযায়ী এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা না গেলে ও এলাকাবাসী সূত্রে প্রকাশ ২-৩ জন করোনা ভাইরাস উপসর্গ নিয়ে মৃত্যু বরন করেছে। অন্যদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি অথচ তাদের পজেটিভ বলে ভয়ভীতি দেখানো হচ্ছে এমন অভিযোগ উঠেছে। পরবর্তীতে ডাক্তারী পরীক্ষা করে দেখা গেছে রোগী নেগেটিভ এমন অভিযোগ উঠেছে একাধিক। এ ব্যপারে থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল কবিরকে জিজ্ঞাসা করলে বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে পুলিশ সুপারের নির্দেশ পুলিশের পক্ষ থেকে সার্বক্ষনিক জনসচেতনতা মূলক কর্মকান্ডের পাশাপাশি বাইরে থেকে আসা নাগরিকদের চিহ্নিত করে তাদের হোম কোয়ারেন্টিনে থাকার জন্য ব্যবস্থা করে চলেছি। এছাড়া করোনাকে পুঁজি করে কেউ যাতে আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে সে দিকে লক্ষ্য করা হচ্ছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামকে জিজ্ঞাসা করলে বলেন, করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ হেলাল হোসেনের নির্দেশে বিভিন্ন বাজার ও জনগুরুত্বপূর্ণ স্থানে গনসচেতনতা মূলক পোস্টার ও লিফলেট বিতরণ, নির্দিষ্ট সময়ে দোকান খুলে রাখা, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অযথা প্রয়োজন ছাড়া ঘুরাঘুরি করছে তাদের জরিমানা আদায় এবং মাস্ক পড়তে বাধ্যতা করা হয়েছে। এছাড়া আক্রান্ত রোগীর বাড়ী সহ আশপাশের বাড়ী লকডাউন করে তাদের খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। সবমিলিয়ে বর্তমানে বটিয়াঘাটা উপজেলার মানুষ করোনা আক্রান্তের ঝুঁকি নিয়ে চলাফেরা করছে ।