বিজ্ঞপ্তি : করোনা প্রতিরোধে বটিয়াঘাটায় উপজেলা সদরে জীবানু নাশক স্প্রে প্রয়োগ কর হয় গতকাল শুক্রবার বিকাল ৫ টা থেকে রাত ৯ টা পযর্ন্ত। বটিয়াঘাটা বাজারের দোকানপাট,ড্রেন ,মন্দির ও মসজিদ প্রাঙ্গন,রাস্তাঘাট,কাঁচাবাজার,মাছবাজার, উপজেলা পরিষদ চত্বর,থানা চত্বর,নতুন বাসষ্ট্যান্ড,হাসপাতাল মোড় ও হাসপাতাল চত্বরে নিজস্ব প্রচেষ্টায় জীবানু নাশক স্প্রে করেন বটিয়াঘাটা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাসের পুত্র তানভীর আহমেদ বিশ্বাস। তাকে এ কাজে সহযোগিতা করেন রাজীব হাসান ও শ্রেয়া রহমান। তাদের এ ধরনের উদ্যোগ কে জনগন প্রশংসার দৃষ্টিতে দেকছেন। তারা এ কর্মসূচী অব্যহত রাখার আশাবাদ ব্যক্ত করেছেন।