বটিয়াঘাটা প্রতিনিধি : চলমান করোনা ভাইরাসের প্রকপে জনসচেতনতা মূলক প্রচার প্রচারণার অংশ হিসেবে জেলা প্রশাসনের নির্দেশে বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের বাস্তাবায়নে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদুজ্জামান, কৈয়া বাজার, নিজখামার, সাচিবুনিয়া, জিরোপয়েন্ট হোগলাডাঙ্গা, চক্রাখালী, মল্লিকের মোড়, নাহাড়ীতলার মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় জন সচেতনার্থে লিফলেট বিতরণ করেন। এছাড়া তিনি করোনা ভাইরাসকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা মালামাল মজুদ করে অধিক মূল্যে বিক্রয় করতে না পারে সেলক্ষ্যে তিনি ঐসকল এলাকায় বাজার মনিটরিং করেন। এছাড়াও তিনি জলমা ইউনিয়নের জয়খালী, শৈলমারী, রামদিয়া, চরা, সাচিবুনিয়া খালে অবৈধ নেট-পাটা অপসরণের নির্দেশ প্রদান করেন। এসময় অন্যান্যের মধ্যে সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আমীর আলী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, বিভিন্ন বাজার কমিটির নেতৃবৃন্দ, গণ্যামন্য ব্যক্তিবর্গ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।