বটিয়াঘাটায় কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশঃ ২০২১-১১-২২ - ১৬:৫৯

ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা : বটিয়াঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল সোমবার সকাল নয়টায় সাসটেইনেবল কোষ্টাল এন্ড মেরিন ফিসারিজ খুলনা বিভাগীয় প্রকল্পের পরিচিতি ও বাস্তবায়ন কৌশল বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা ও মুখ্য আলোচক ছিলেন প্রকল্পের উপ-পরিচালক সরোজ কুমার মিস্ত্রী। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রকল্পের উপ-পরিচালক নোকাম সরকার, সিঃ সহকারী পরিচালক জিএম সেলিম, ভাইস চেয়ারম্যান নিতাই গাইন ও মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, নব নির্বাচিত চেয়ারম্যান এসকে জাকির হোসেন লিটু, সহকারী মৎস্য কর্মকর্তা এস এম আমীর আলী, ইউপি সদস্যা রত্না অধিকারী, ইউপি সদস্য এনামুল গাজী, প্রান্তিক চাষি বন্দনা রায় প্রমূখ।