বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলার টিউবলের ভিতরে কীটনাশক প্রয়োগ করায় সেই পানি পান করে এসএসসি পরীক্ষার্থী গুরুতর অসুস্থ্য হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ঘটনাটি ঘটেছে, বুধবার সকালে উপজেলার পার-বটিয়াঘাটা এলাকার অনিরুদ্ধ তরফদারের বাড়িতে। জানাগেছে, উপজেলার পর-বটিয়াঘাটা গ্রামের পল্ট্রি ফার্ম ব্যবসায়ী অনিরুদ্ধ তরফদারের নিজস্ব টিউবয়েল থেকে পানি চেপে তিনি নিজে ফার্মের মুরগীকে খেতে দেয় এবং তার স্ত্রী ভাত রান্নার জন্য পানি নেয়। কিছুক্ষন পর ফার্মে থাকা ১২ হাজার মুরগীর মধ্যে প্রায় শতাধিক মুরগী মারা যায়। এছাড়া ঐ পানিতে রান্না করা ভাত খেয়ে তার মেয়ে এসএসসি পরীক্ষার্থী আঁখি তরফদার গুরুত্বর অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাকে বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক আরএমও ডাঃ বাপ্পি রায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে শংঙ্কামুক্ত করে। পরবর্তীতে আঁখি তার চলমান এস,এস,সি পরিক্ষায় অংশগ্রহণ করে পুনরায় হাসপাতালে ভর্তি হয়। ধারনা করা হচ্ছে কে বা কারা শত্রুতামুলক ভাবে টিউবয়েলের মধ্যে বিষাক্ত ফুরাডিন মিশিয়ে অসৎ উদ্দেশ্যে রেখেছিলো।