বিজ্ঞপ্তি : এস এস সি ও এইচ এস সি পরীক্ষায় জিপিএ ৪ এবং ৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান অনুষ্ঠান সোমবার বিকাল ৪টায় বাগেরহাট এরিয়া অফিসের আয়োজনে বাগেরহাট এলাকা ব্যবস্থাপক পার্থ রায় চৌধুরির সভাপতিত্বে বটিয়াঘাটা শাখায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান বিউটি মন্ডল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক যোগেশ মন্ডল, হিসাবরক্ষক অফিয়া মালিহা, ক্রেডিক কর্মকর্তাসহ কৃতি শিক্ষার্থীবৃন্দ।