বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে গত ২৭ থেকে ২৯ আগষ্ট পর্যন্ত তিন দিন ব্যাপি স্ব-স্ব ইউনিয়নে প্রযুক্তি হস্থান্তর উপলক্ষ্যে ৩য় পর্যায়ের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেন জেলা প্রশিক্ষক মোঃ হাফিজুর রহমান। প্রশিক্ষনে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা রেহানা পারভীন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা শামীম আরা নিপা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন প্রমূখ। প্রতি ব্যাচে ৩০ জন করে সর্ব মোট ৯০ জন কৃষককে প্রশিক্ষন দেওয়া হয়।