বটিয়াঘাটায় খাদ্য শষ্য সংগ্রহ অভিযান ব্যর্থ

প্রকাশঃ ২০২৩-০৩-১২ - ১৬:৫৪

বটিয়াঘাটা অফিস : বটিয়াঘাটা খাদ্য গুদামে খাদ্য শস্য সংগ্রহের লক্ষ্য মাএার মধ্যে চাল ৬ পয়েন্ট ৫ অর্জিত হলেও এক মুঠও ধান সংগৃহীত হয়নি। খাদ্য গুদাম কর্মকর্ত জানান, গুদামের দামের চেয়ে বাজার দাম বেশী হওয়ায় চাষীরা গুদামে ধান বিক্রয় করছে না। তবে ধান কল মালিকরা লাইসেন্স বাচানোর  জন্যে ভর্তুকি দিয়ে হলেও বাধ্য হয়ে চাল সরবরাহ করছেন। বিভিন্ন কৃষক সংগঠন বাজার দর অনুযায়ী ধান কেনার জন্য খাদ্য দপ্তরের প্রতি আবেদন করেছেন। এদিকে ধান-চাল সংগ্রহের ধার্য তারিখ ২৩ফেব্রুয়ারী  শেষ হয়েছে। গুদামে ৪২ টাকা কেজি দরে চাল ও ২৮ টাকা কেজি দরে ধানের দাম নির্ধারণ রয়েছে।