বটিয়াঘাটায় গাঁজাসহ আটক ২

প্রকাশঃ ২০১৯-১১-১৯ - ১৭:৩১

বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটার ভান্ডারকোর্ট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস,আই তারিকুজ্জামান সহ সঙ্গীয় ফোর্স মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে নোয়াইলতলা এলাকায় অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজা সহ ২ ব্যাক্তিকে আটক করছে। আটককৃতরা হলেন ঐ এলাকার ওসামানের পুত্র বদরুল শেখ (২৬) ও আব্দুলাহর পুত্র মাসুদ শেখ(২৪), এ ব্যাপারে ঐ দিন ১২ মামলা রুজু হয়েছে। অপর দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ পরিদর্শক কে,এম হানিফের নেতৃত্বে উপজেলার বসুরাবাদ গ্রামের সকাল সাড়ে ১০ টার দিকে এক অভিযান চালায়। এ সময় ৫০ গ্রাম গাঁজা সহ কৃষ্ণপদ বৈরাগী পুত্র তন্ময় বৈরাগী (৩৫)কে আটক করে। এ ব্যাপারে বটিয়াঘাটা থানায় ১২ নং মামলা রুজু হয়েছে।