বটিয়াঘাটায় গাঁজাসহ গ্রেফতার ৩

প্রকাশঃ ২০২১-০৬-০৩ - ১৮:৩৮

বটিয়াঘাটা প্রতিনিধি : খুলনা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গত বুধবার দিবাগত মধ্যরাতে বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের সুখদাড়া এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গত বুধবার দিবাগত মধ্যরাতে এক বিশেষ অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজা সহ হাতেনাতে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। ধৃতরা হলেন সুখদাড়া মধ্যপাড়া এলাকার প্রনব রায়ের পুত্র উত্তম রায় (২৫) ও একই এলাকার সুনীল রায়ের পুত্র সুমন রায় (২৫)। এব্যাপারে গত ৩/৬/২০২১ তারিখে বটিয়াঘাটা থানায় মাদক আইনে ৪/২১ নং মামলা দায়ের হয়েছে। জানা গেছে, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্তের নেতৃত্বে এস আই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক সহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে সুখদাড়া এলাকায় অভিযান চালিয়ে উত্তম রায়কে ৩০০ গ্রাম ও সুমন রায়কে ২০০ গ্রাম গাঁজা সহ হাতে নাতে আটক করে।  বৃহস্পতিবার ধৃতদের জেল হাজতে প্রেরণ করে। অপরদিকে বৃহষ্পতিবার বেলা ১১টায় খুলনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জয়পুর বাজার এলাকায় গাঁজা সেবনের দায়ে ভাই ভাই মিষ্টান্ন ভান্ডারের বনমালী ভদ্র ও বাপ্পী ভদ্রকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নজরুল ইসলামের আদালতে হাজির করলে তাদের পৃথক পৃথক ভাবে এক মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১৫ দিনের জেল সহ ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২দিনের বিবাশ্রম কারাদন্ড প্রদান করে।