বটিয়াঘাটা প্রতিনিধি : খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এর নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশের ওসি উজ্জ্বল কুমার দত্ত’র নেতৃত্বে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক সহ সংগীয় ফোর্স শুক্রবার সকাল সাড়ে ৬ টার দিকে বটিয়াঘাটার উত্তর শৈলমারী খেওয়াঘাট ও মাইলমারা এলাকায় এক বিশেষ অভিযান চালায়। অভিযানকালে ৪৫০ গ্রাম গাঁজা সহ জেলার ডুমুরিয়া উপজেলার শরাফপুর এলাকার মৃতঃ মোফাজ্জেল সরদারের পুত্র ফেরদৌস সরদার (৪৯) ও বটিয়াটার শৈলমারী এলাকার মৃতঃ ঠাকুরদাস সরকারের পুত্র পবিত্র সরকার (৩৭) কে হাতে নাতে আটক করে বটিয়াঘাটা থানায় সোপর্দ করে।এ ব্যাপারে বটিয়াঘাটা থানায় জেলা ডিবি পুলিশ গতকাল সংশ্লিষ্ট ধারায়- ০২ নং মামলা দায়ের করেছে। আটক আসামীদ্বয়ের বিরুদ্ধে একাধিক মাদক আইনে মামলা রয়েছে।