বটিয়াঘাটায় ঘর থেকে ৯০ বিষধর সাপ ও ৪০ ডিম উদ্ধার

প্রকাশঃ ২০১৯-০৭-০৯ - ১২:৫৩

বটিয়াঘাটা প্রতিনিধি : খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নে একটি বাড়ি থেকে সোমবার বিকেলে ৯০টি বিষধর সাপের বাচ্ছা ও ৪০ টি সাপের ডিম উদ্ধার হয়েছে। চক্রাখালীর নবজলমা গ্রামে মনিমোহন দাসের বাড়ি এ সব সাপ ও ডিম পাওয়া যায়। গত দু’দিন আগে দিনে ও রাতে ঘরের মধ্যে সাপের বাচ্ছা দেখে বাড়িওয়ালা মনিমোহন ও তার পরিবারের সদস্যরা অবাক হয়। পরে দু’দিনে ওই ঘরের বিভিন্ন অংশ খুঁড়ে গ্রামবাসীর সহায়তায় ২৭টি সাপের বাচ্চা তারা মেরে ফেলেন। তারপরও সাপ দেখতে পাওয়ায় তিনজন ওঝাকে বাড়ি ডেকে নিয়ে আসে। তারা ঘরের বিভিন্ন জায়গা খুঁড়ে বাকী সাপ গুলো মারতে সক্ষম হয়। তবে বড় কোন সাপ ধরা না পড়ায় বাড়ির লোকেরা আতংকে রয়েছে। এ দৃশ্য দেখার জন্য এলাকার শত শত মানুষ ওই বাড়িতে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় জমায়।