বটিয়াঘাটায় চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ার পাঁয়তারা

প্রকাশঃ ২০২১-০৭-৩০ - ১৮:০৯

বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটায় চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ার পাঁয়তারার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কিসমত ফুলতলা মৌজাস্হ (প্রেমকানন) রোডের ফুলতলা মৌজাস্হ এসএ ১৭ ও আরএস ১৪৫ দাগে ০. ০৫ একর, এসএ ভরাটি খাস খালের উপর দিয়ে ১৫৩ ফুট দৈর্ঘ্য ও ১৫ ফুট প্রস্থ বিশিষ্ট রাস্তা সীমানা নির্ধারন পূর্বক স্থানীয় কতিপয় সরকারী চাকুরীজীবি ও ব্যবসায়ী এসএ রেকর্ডীয় মালিক জনৈক গোবিন্দ দাস বাছাড়ের জমি খরিদ করে সরকারী কর- খাজনা দিয়ে দীর্ঘ ১৩ ফুট রাস্তা নির্মান করে চলাচল করে আসছিলো । হঠাৎ করে গত ২৫ জুলাই আনুমানিক সকাল সাড়ে ১০টায় হেতালবুনিয়া গ্রামের গৌর দাস বাছাড়ের পুত্র ভারত – বাংলাদেশর দ্বৈত নাগরিক পাবন বাছাড় (বাবুজী) উক্ত চলাচলের রাস্তার সীমানা পিলার অপসারণ করার জন্য জনসাধারণের চলাচলের রাস্তা বিক্রী করার পাঁয়তারা সহ স্থানীয় বসতিদের বিভিন্ন ধরনের হুমকি- ধামকি অব্যহত রেখেছে । উল্লেখ্য পতিত পাবন বাছাড় দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশ ও ভারত উভয় দেশের পার্সপোট ব্যবহার করে বিভিন্ন অপরাধ সংঘটিত করে লোকের কাছ থেকে টাকা-পয়সা নিয়ে ভারতে গিয়ে আত্মগোপন করে থাকে বলেও ওই অভিযোগে উল্লেখ করা হয়েছে । সম্প্রতি সে ভারত থেকে এসে সাধারণ মানুষের চলাচলের রাস্তা অবৈধ পন্থায় বিক্রি করার উদ্দেশ্যে ভোগ দখল দেখাতে গভীর রাতে সীমানা পিলার উঠিয়ে ফেলার পাঁয়তারা চালাচ্ছে।যে কোন সময় সে বড় ধরনের অপরাধ সংঘঠিত করে ভারতে পালিয়ে যেতে পারে বলে ভূক্তভোগী ও এলাকাবাসীর ধারণা। এ ব্যাপারে ভূক্তভোগী বসবাসকারী এলাকাবাসীর পক্ষে বসবাসকারী তুষার কান্তি মন্ডল সহ একাধিক ব্যক্তি আইনগত ব্যবস্হা বিবাদীদের বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ।বিষয়টি নিয়ে সম্প্রতি ভারত থেকে আসা কোভিড জনিত কারনে আটকে পড়া অবিযুক্ত পতিত পাবন বাছাড় ওরফে বিশ্বাস (বাবুজী) এর কাছে সরাসরি জানতে চাইলে তিনি জানান, আমার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট।তবে বারাসাতের অশ্বিনী পল্লীতে বসবাসরত বাংলাদেশের মেয়ে প্রয়াত আইনজীবি সুুখেন বিশ্বাসের মেয়ে তাঁরই স্ত্রী সরমা বিশ্বাস ও একমাত্র মেয়ের কথা জানতে চাইলে তিনি বিষয়টি এঁড়িয়ে যান।