বটিয়াঘাটায় ছাত্রলীগের কমিটি বেহাল দশা

প্রকাশঃ ২০১৮-১১-১৬ - ২০:০২

ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা : বটিয়াঘাটা উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি এক বছর অহিত হলেও পূর্নাঙ্গ কমিটি না হওয়ায় ছাত্রলীগের ত্যাগী নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। যে কোনো মূহুত্বে বড় ধরনের সংঘর্ষের আশংস্কা করছে এলাকাবাসী।
সূত্রে প্রকাশ, বিগত ছাত্রলীগ কমিটিকে উদ্দেশ্যে প্রনর্দিত ভাবে বিলপ্ত করে গত ইংরেজি ৩১শে জুলাই ২০১৭ তারিখে সুরখালী নিবাসী মোঃ রিয়াজুল ইসলাম রিপনকে আহবায়ক ও অতনু মন্ডলকে সদস্য সচিব করে একটি আহবায়ক কমিটি ঘোষনা করে জেলা ছাত্রলীগ। তিন মাসের মধ্যে ইউনিয়ন কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা থাকলেও আজও পর্যন্ত কোনো পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়নি। উক্ত আহবায়ক কমিটি একনায়কতন্ত্র ভাবে একের পর এক মাদক, চাঁদাবাজী, ভূমি দখল সহ বিভিন্ন অবৈধ কার্যকলপে জড়িয়ে পরে। গত ৪ নভেম্বর জেলা আওমীলীগের বর্ধিত সভায় বটিয়াঘাটা উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান তার বক্তৃতায় বলেন, উপজেলা ছাত্রলীগের বর্তমান যে কমিটি আহবায়ক কমিটি হয়েছে তার এক জন সদস্য জমি দখল করছে এবং অন্য সদস্য মাদকসেবী ও মাদক ব্যবসার সাথে জড়িত। এদের সাথে উপজেলা আ’লীগের কোনো সংপৃক্ততা নেই। জেলা আ’লীগের বর্ধিত সভার বক্তৃতার ভিডিও চিত্র সকলের মোবাইল ফোনে সহ ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ব্যাপারে সাবেক উপজেলা ছাত্রলীগের আহবায়ক অরিন্দম গোলদার এ প্রতিবেদককে বলেন, বর্তমান ছাত্রলীগ একটি মনগড়া ও ব্যক্তি ¯^ার্থে কমিটি হয়েছে। এ উপজেলায় তাদের কোনো কার্যক্রম নেই। এদের বিরুদ্ধে মাদক, জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। যা ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট করছে। এ ছাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক দিলীপ হালদার বলেন, বর্তমান ছাত্রলীগের উপজেলা কমিটি আছে কি না তা আমার জানা নেই। তাদের সাংগঠনিক কেনো কার্যক্রম দেখতে পাইনা। উপজেলা আ’লীগের সাথে এদের কোনো যোগাযোগ নেই।