বটিয়াঘাটা প্রতিনিধিঃ স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উদ্যোগে এবং উপজেলা পরিষদের বাস্তবায়নে বিভিন্ন দপ্তরের তালিকা ভুক্ত সদস্যদের পর্যায়ক্রমে বিভিন্ন মেয়াদের প্রশিক্ষণ গত ৬ আগস্ট মঙ্গলবার সকাল ১১ টায় বটিয়াঘাটা বিআরডিবি হলে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান। এ সময়ে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, পশু ও প্রানী সম্পাদ অফিসার বঙ্কিম চন্দ্র হালদার, প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান, সাংবাদিক মহিদুল ইসলাম শাহীন, ইমারান হোসেন, জাইকার ইউডিই মোঃ মাহাবুবার রহমান প্রমূখ। এসময়ে জাপান ইন্টারন্যাশাল কোয়াপারেশন এজেন্সি (জাইকার) অর্থায়নে উপজেলা পরিচালণ ও উন্নয়ন প্রকল্পের সভাপতি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডলের নেতৃত্বে ৫২ জন সদস্যকে ৩ দিন ব্যাপি পশু ও প্রানী সম্পদ অফিসের উদ্যোগে উন্নত জাতের গাভী পালন এবং প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যেগে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ চলবে। অন্যদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ৯০ জন গর্ভবর্তী ও প্রসূতি মাকে ৩ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। কৃষি অফিসের উদ্যোগে বিষমুক্ত আম চাষের জন্য ১০৮ জন চাষিকে ১ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। মৎস্য অফিসের উদ্যোগে নিরাপদ মৎস্য চাষ ও আহরন বিষয়ে ৩০ জন জেলেকে ৩ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। যুব উন্নয়ন অফিসের উদ্যোগে হস্ত শিল্প উপর ২৫ জন সদস্যকে ৩ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। সর্বশেষ নিরাপদ সড়ক চাই ও মাদক নিরোধী র্যালি ও আলোচনা সভায় ১০৮ জন সদস্য মিলে ১ দিনে এই কর্মসূচি শেষ হবে। জানা গেছে ৮টি প্রকল্পের জাইকার ১০ লক্ষ টাকা অর্থায়নে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। সার্বিক বিষয়ের ৮টি প্রকল্পের সভাপতি উপজেলা আ’লীগের মহিলা সম্পাদিকা ও মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল বলেন, বিভিন্ন দপ্তরের উপকার ভোগী বা সদস্যদের নিয়ে জাইকার অর্থায়নে নানান বিষয়ের উপর প্রশিক্ষণ চলছে যে কারনে এখান থেকে পুরুষ ও মহিলারা কিছু শিখতে পারবে ও বাড়িতে গিয়ে বিভিন্ন লোকদের শেখাতে পারবে এটাই উপজেলা পরিষদের পরিকল্পনা।