বটিয়াঘাটা প্রতিনিধিঃ “নিরাপদ খাদ্যে ভরবো দেশ, সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০১৮ উদযাপন উপলক্ষ্যে বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকাল ১০টায় স্থানীয় উপজেলা মিলনায়তনে এক বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ভ্যাটেনারী সার্জন ডাঃ বঙ্কিম কুমার হালদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, থানার ওসি মোঃ মোজাম্মেল হক মামুন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রফিকুল আলম, পরিসংখ্যান কর্মকর্তা গৌতম বিশ্বাস, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা শরীফ মোঃ রুবেল, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা কাওসার আহম্মেদ, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা আল মামুন ফরিদ, উপ-খাদ্য পরিদর্শক রওশান আলী, উপ-সহকারী খাদ্য পরিদর্শক ফিরোজ আহম্মেদ, মিলব্যবসায়ী সত্যেন্দ্রনাথ সরকার প্রমূখ। সভায় ইউএনও দেবাশীষ চৌধুরী বলেন, দেশে এই প্রথম জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপিত হচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফা লাভের আশায় খাদ্যে ভেজাল ও কীটনাশক ব্যবহার করছে। এতে আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করছি বলে তিনি জানান।